৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাইগার একাদশে ৩ স্পিনার, চমক হিসেবে থাকতে পারে বাঁহাতি হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৮ নভেম্বর , ২০২৩ ৮:০৭

বাংলাদেশ এক ঝাঁক ব্যাটারের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টটা সমৃদ্ধ ও শক্তিশালী করেই দল সাজানোর প্রস্তুতি নিয়েছে।

ন্যাড়া পিচে বাংলাদেশ মাঠে নামবে বাড়তি স্পিনার নিয়ে। যেহেতু অধিনায়ক ও স্পিন ট্রাম্পকার্ড সাকিব আল হাসান নেই, তাই তার জায়গাটা অবধারিতভাবেই নেবেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তাইজুলের সঙ্গে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দলে থাকাও একদমই নিশ্চিত। বাড়তি স্পিনার হিসেবে অফস্পিনার নাইম হাসানকে খেলানোর কথাই শোনা যাচ্ছে বেশি। তবে চমক হিসেবে বাঁহাতি হাসান মুরাদকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

৩ স্পিনারের সঙ্গে ২ পেসারের সম্মিলনেই একাদশ সাজানোর চিন্তাভাবনা চলছে। পেসার হিসেবে বাঁহাতি শরিফুল ইসলাম নিশ্চিত। সঙ্গে লম্বা সময় ধরে বল করতে পারা খালেদ আহমেদের সম্ভাবনা বেশি।

, , , ,

মতামত জানান :