নতুন এই লিগের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। আইপিএলের মতো এটিও ফ্র্যাঞ্চাইজি লিগ। ২ থেকে ৯ মার্চ এই লিগ চলবে, মোট ছয়টি দল অংশ নেবে।
এই লিগটি ক্রিকেটের হলেও খেলা হবে টেনিস বলে। টি১০ ফরম্যাটে ম্যাচ হবে। অর্থাৎ প্রতি দল ব্যাট করার জন্য ১০ ওভার পাবে। খেলাগুলো হবে ইনডোর স্টেডিয়ামে।
প্রতি দলে একজন আইপিএলর মত মালিক থাকবেন। মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। সাপোর্ট স্টাফ থাকতে পারেন ৬ জন।
লিগের কমিশনার হিসাবে রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে।