১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো নামিবিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর , ২০২৩ ১২:০৮

আসন্ন সেই বিশ্বকাপে অংশ নেবে ২০ দল, যার ১৯টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ১৯তম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে আফ্রিকার দেশ নামিবিয়া। ২০তম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া এবং নাইজেরিয়া।

আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। ৫ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপের পর আগামী বছরের টুর্নামেন্টেও অংশ নেওয়া নিয়ে শঙ্কায় আছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে সিকান্দার রাজারা। ফলে বিশ্বকাপের মূল পর্বে খেলা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। এই অঞ্চল থেকে ৭ দলের মধ্যে শীর্ষ ২ দল সুযোগ পাবে মূল পর্বে খেলার।

, ,

মতামত জানান :