১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে ও টি২০ ফরম্যাটে শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
শুক্রবার, ১ ডিসেম্বর , ২০২৩ ১০:২৫

ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান না থাকায় নাজমুল হোসেন শান্তকেই দুই ফরম্যাটের অধিনায়ক করে দল দেওয়া হয়েছে। দুই ফরম্যাটেই ফেরানো হয়েছে সৌম্য সরকারকে।

তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। এই সফরে শান্তর ডেপুটি থাকবেন মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টি২০ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

, , ,

মতামত জানান :