৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাল ছাড়তে রাজি নন এজাজ প্যাটেল, লড়াই এখনো বাকি!

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
শুক্রবার, ১ ডিসেম্বর , ২০২৩ ৭:২২

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউইদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হন দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকারী এজাজ প্যাটেল। মুশকিল পরিস্থিতিতেও এখনো লড়ে যাবে নিউজিল্যান্ড, এমনটাই জানান তিনি।

এজাজ বলেন, ‘আগামীকাল অনেক ব্যাটিং করতে হবে। ক্রিজে ড্যাজলার (ড্যারিল মিচেল) আছে, আজ ও সুন্দর ব্যাটিং করেছে। ব্যাট হাতে সোধি কতটা সক্ষম তা আমরা জানি। কাল একটি চমৎকার দিন হতে চলেছে। আমরা লড়াই চালিয়ে যাবো, দেখবো কী হয়।’

 উপমহাদেশীয় কন্ডিশনে টস জেতাকে গুরুত্বপূর্ণ মনে করেন এজাজ।

, ,

মতামত জানান :