১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিসিবি নির্বাচক প্যানেলে নিয়োগ পেয়েছেন সালমান বাট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১ ডিসেম্বর , ২০২৩ ৭:২৯

পাকিস্তান ক্রিকেটের নির্বাচক প্যানেলে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও অধিনায়ক সালমান বাট। তার প্যানেলের পরামর্শক হিসেবে আজ বাটের সঙ্গে কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পিসিবি।

বাট এবারই প্রথম পিসিবির আনুষ্ঠানিক কোনো দায়িত্ব পেলেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া তখনকার পাকিস্তান অধিনায়ক নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কারাগারেও গিয়েছিলেন। ৩৩টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা এ ব্যাটসম্যান নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর খেলেননি।

, , ,

মতামত জানান :