১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অঘটন’ পারফরম্যান্সের ভরসায় জাতীয় দলে সৌম্য

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
শুক্রবার, ১ ডিসেম্বর , ২০২৩ ৭:৩৬

ঘরোয়া ক্রিকেটে ঠিক প্রত্যাশানুযায়ী তার ব্যাট হাসে না তারপও সুযোগ পান জাতীয় দলে প্রবেশ করার। পার্ট টাইম বোলার হিসেবে মাঝেমধ্যে চমক দেখান।

উইকেট পেলেও রান করে মন ভরাতে পারেন না ভক্তদের। নির্বাচকেরা বারবার তার ঐসব ‘অঘটন’ পারফরম্যান্সে ভরসা করেই ফিরিয়ে আনেন জাতীয় দলে।

ঘরোয়া লিগ বিবেচনা করলে সবশেষ জাতীয় লিগের রান সংগ্রাহকদের তালিকায় তিনি সপ্তম স্থানে। ৬ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট হাতে ৪৩৬ রান করেছেন। তার সর্বোচ্চ ৯৬ রানের অপরাজিত ইনিংস। গড় ৪৮.৪৪। ১১ ইনিংসে বল হাতে পেয়েছেন ১৭ উইকেট। সর্বোচ্চ ৩১ রান খরচায় ৬ উইকেট এক ইনিংসে।

নির্বাচক হাবিবুল বাশারের ব্যাখ্যা, অভিজ্ঞতা আর অলরাউন্ডার বিবেচনা তাকে নেওয়া হয়েছে দলে। কথিত আছে, হাথুরুসিংহের পছন্দেই বারবার সৌম্য দলে ফিরছে। এ ব্যাপারে হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ হওয়া উচিত নয়।

, ,

মতামত জানান :