জাতীয় দলের তারকা স্পিনার তাইজুল ইসলাম বলেন, বড় দলকে হারানোর মজাই আলাদা, আমরা এখনও জিতিনি। তবে আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
বড় দলকে হারালে ক্রিকেটারদের আত্মবিশ্বাস থেকে শুরু করে, একটা দল বদলে যাওয়ার আভাস থাকে।
তাইজুল বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ এটা, আমরা চাই পুরো বছর (চক্র) যেন ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না জানি না, তবে বাংলাদেশকে যেন আমরা ভালো কিছু দিতে পারি।
৩৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুক্রবার চতুর্থ দিনে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে নিউজিল্যান্ড। পরাজয় এড়াতে হলে আগামীকাল শনিবার শেষ দিনে পুরো তিন সেশন ব্যাট করতে হবে কিউইদের।