১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর , ২০২৩ ১০:১৩

সকাল থেকেই মেঘে ঢাকা ছিলো আকাশ। ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়া ম্যাচে দাপট দেখান স্পিনাররা। কিউই স্পিনারদের তোপে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে সফরকারীদের এলোমেলো করে দেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রবল চাপ নিয়ে দিন শেষ করে ব্ল্যাকক্যাপসরা।

প্রথম দিনে ১৫ মিনিট কম খেলা হওয়ায় এদিন ৯টা ১৫ থেকে শুরু হওয়ার কথা ছিলো দিনের খেলা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি ঝরছিল। পিচ ও মাঠ কাভার দিয়ে ঢাকা। প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা মাঠে এলেও বেশিরভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে।

মতামত জানান :