নিয়ম ভঙ্গের কারণে আফগানিস্তানের পেসার নবীন উল হককে আইএলটি লিগ থেকে ২০ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
চলতি বছরের শুরুতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন তিনি।
ডেভিড হোয়াইট, আইএলটি সিইও, সোমবার এক প্রেস রিলিজে বলেছেন, “আমরা এই ঘোষণাটি করার জন্য গর্ববোধ করি না তবে আশাকরি প্রতিটা প্লেয়ার তাদের চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী মেনে চলবে ৷
দুর্ভাগ্যবশত, নবীন-উল-হক শারজাহ ওয়ারিয়র্সের সাথে তার চুক্তির বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হন, তাই আইএলটি নবীন এর উপর ২০ মাসের নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কোন বিকল্প ছিল না। নবীন উল হকের উপরে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।
ওয়ানডে বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান নবীন। দেশের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করার জন্যই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার।