২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলে খেলার যোগ্যতা অর্জন না করার, ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকা জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হটন পদত্যাগ করেছেন।
জিম্বাবুয়ে দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগপত্র হটন জমা দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। জেডসি তা সাদরে গ্রহণ করেছে। হটন তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘দলকে এগিয়ে নিতে নতুন কাউকে দরকার।’ তিনি আরও জানিয়েছেন যে ১৮ মাস পর তিনি দলের চেঞ্জরুম হারিয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার দায়ে লয়েড মিশির সভাপতিত্বে জেডসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। বাছাইপর্বের আগে নামিবিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।