১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজকে দলে নেওয়ার কারণ জানাল চেন্নাই

প্রতিবেদক
ডেস্ক নিউজ
সোমবার, ২৫ ডিসেম্বর , ২০২৩ ৮:৪৫

চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে কে এস বিশ্বনাথনের কাছে আইপিএলের সাম্প্রতিক নিলাম নিয়ে জানতে চাওয়া হয়। সেখানে মোস্তাফিজের কথা উল্লেখ করে বিশ্বনাথন বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

একই সঙ্গে সিএসকের প্রত্যাশা অনুযায়ী নিলাম হয়েছে বলেও মত প্রধান নির্বাহীর, ‘আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।’

আইপিএলে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। গত আসরে ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। যদিও সুযোগ পেয়েছিলেন মোটে দুটি ম্যাচে। তার আগে রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে ছিলেন বাংলাদেশের এই তারকা।

মতামত জানান :