ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক মুবাশের লোকমান। সে অভিযোগে ক্ষিপ্ত হয়ে নিজের আইনজীবীদের পরামর্শে মানহানির মামলা করেছেন সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি পাকিস্তানি রুপি দাবী করেছেন তিনি। খবর সামা টিভির।
মানহানির মামলায় বাবরের আইনজীবীরা উল্লেখ করেছেন যে, বাবরের বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন। এসবের ফলে তাদের মক্কেলের মর্যাদাহানি হচ্ছে।
এছাড়া সামা টিভি আরও জানায়, আইনি নোটিশে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণের জন্য লোকমানকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেটা করতে না পারলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে সেই সাংবাদিকের।