টি-টোয়েন্টির রোমাঞ্চকে বাড়িয়ে নিতে পাওয়ার প্লে’র নিয়মে কিঞ্চিৎ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শ্রীলংকা ক্রিকেট। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে পাওয়ার প্লে’র নিয়মে পরিবর্তনের এই তথ্য জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত প্রথম ৬ ওভারকে পাওয়ার প্লে হিসেবে ধরা হয়। তবে লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে ৬ নয়, বরং পাওয়ার প্লে হতে যাচ্ছে ৮ ওভার।
প্রথম ৬ ওভারের সঙ্গে ইনিংসের ১৬ ও ১৭ তম ওভারকেও পাওয়ার প্লে’র অন্তর্ভুক্ত করছে এলপিএল কর্তৃপক্ষ। ডেথ ওভারে নতুন এই পাওয়ার প্লে’র নাম তারা দিয়েছে পাওয়ার ব্লাস্টার ওভার।
এলপিএল টুর্নামেন্টের ডিরেক্টর সামান্থা দুদানওয়েলা জানিয়েছেন, ‘লিগে বাড়তি উত্তেজনা তৈরি করতে আমরা সৃজনশীল এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি।
ক্রিকেটখোর/অড