১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল টি-২০ ভ্যানকুভার নাইটস অধিনায়ক রিজওয়ান

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
সোমবার, ১ জুলাই , ২০২৪ ৫:৪৭

রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজটি জানিয়েছে, ‘গ্লোবাল টি-২০ এর চতুর্থ সিজনের জন্য ভ্যানকুভার নাইটস অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করছে। তার অসাধারণ ব্যাটিং দক্ষতা আর দক্ষ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয়ের পথে নিয়ে যেতে তৈরি। তৈরি হও নাইটসরা!’

ভ্যানকুভার নাইটসে বন্ধু রিজওয়ানকে ছাড়াও বাবর আজম সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ আমির এবং আসিফ আলীকে। এছাড়াও এই লিগে খেলবে আরও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।

টরোন্টো ন্যাশনালসে খেলবেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ। আর বাংলা টাইগার্স মিসিসাগায় দেখা যাবে ইফতিখার আহমেদকে।

ক্রিকেটখোর/

মতামত জানান :