৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল ২০২৫ প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরে

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
সোমবার, ১ জুলাই , ২০২৪ ৯:০৪

আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন এই খবর। এরই মধ্যে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানা তিনি।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের আগের বেশিরভাগ দলই অংশ নেবে বলে আমাদের জানিয়েছে। দু-একটা দল যারা জানায়নি, তাদের অপেক্ষা করছি। আর প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।’

বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এফটিপিতে (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নিই। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’

বাংলাদেশ দল ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহে। দেড় মাসের এই টুর্নামেন্টের পরপরই সম্ভবত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে টিম বাংলাদেশ।

ক্রিকেটখোর/অড

,

মতামত জানান :