১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত করেছে (পিসিবি)

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
শুক্রবার, ৫ জুলাই , ২০২৪ ৮:২৬

আগামী ২১ আগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। সর্বশেষ ২০২০ সালে টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনা মহামারির কারণে মাত্র একটি টেস্ট হয়েছিল।

সূচি চূড়ান্ত হওয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। ড্র হয়েছিল মাত্র একটি টেস্ট। ২০২১ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয়নি এই দুই দল।

ক্রিকেটখোর/অড

, ,

মতামত জানান :