সাম্প্রতিক পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে পরামর্শ দিয়েছেন সাবেক পিসিবিপ্রধান রমিজ রাজা। তিনি বলেন, ‘মনে হচ্ছে— বাবর ছাড়া পুরো জাতির আর কোথাও সমস্যা নেই।
বাবরকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে রমিজ বলেন, ‘প্রথমত সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে। রান না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয়। বাবরের চেহারায় উদ্বেগ ফুটেও উঠেছে। সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। সুতরাং হতাশাও কাজ করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে কীভাবে ব্যাটিং করছে।’
রমিজ আরও বলেন, ‘ক্রিজে বেশি সময় কাটাতে পারছ না বলে মনোযোগ সরে যাচ্ছে। যদি পা সামনে নিয়ে খেলতে চাও, ওভাবেই খেল। যদি পা পেছনে নিয়ে খেলতে চাও, তাহলে ক্রিজ ব্যবহার করো। অনুশীলনে হুক আর পুল শট চর্চা করো। তা হলেই বলে মনোযোগ বাড়াতে পারবে।’
ক্রিকেটখোর/