১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিপিএল থেকে বিদায় নিলেন ডোয়াইন ব্রাভো

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪ ১১:০২

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট প্রতিেযোগিতা সিপিএল থেকেও বিদায় নিলেন ডোয়াইন ব্রাভো। গতকাল আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের কথা জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি। চলতি আসর শেষ হওয়ার পর আর সিপিএলে দেখা যাবে না ব্রাভোকে।

ব্রাভো জানিয়েছেন, চলতি সিপিএলই হবে তার ক্যারিয়ারের সর্বশেষ পেশাদার ক্রিকেট প্রতিযোগিতা। এর মাধ্যমে শেষ হবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাবেক এই তারকার দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার।

সিপিএলের সঙ্গে ব্রাভোর নাড়ির সম্পর্ক অত্যন্ত মজবুত। এই লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি হলেন ব্রাভো। ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন এই অলরান্ডার। আর ব্যাট হাতে ১ হাজার ১৫৫ রান করেছেন ব্রাভো। সুত্রঃ জাগোনিউজ

ক্রিকেটখোর/অড

, ,

মতামত জানান :