করোনায় বন্ধ রয়েছে সকল ধরনের খেলা। এমন পরিস্থিতিতে পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন সর্বশেষ বিপিএলে চট্টগ্রামের হয়ে মাঠ মাতানো স্পিনার নাসুম আহমেদ। তবে এই দুঃসময়ে তাকে শুনতে হলো আরো একটি দুঃসংবাদ।
বাংলাদেশ জাতীয় দলে সর্বশেষ সিরিজে ডাক পাওয়া ক্রিকেটার নাসুম আহম্মেদের মা শিরিয়া বেগম আজ রবিবার (২১জুন) মারা গিয়েছেন।
সকালে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে দ্রুত সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে শিরিয়া বেগমের হয়েছিল ৫২ বছর।
নাসুমের মা শিরিয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিপিএলে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফেসবুকে জানানো এক শোক বার্তায় দলের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা।