করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ক্রিকেট। ঠিক কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে এটা নিয়েও নেই নিশ্চয়তা। কয়েকদিন থেকে ক্রিকেট পাড়ায় টাইগারদের লঙ্কা সফর নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত এই সিরিজটিও স্থগিত থাকছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিলো টাইগারদের। করোনার ভয়াবহতা মাথায় এবং ক্রিকেটারদের বিষয় মাথায় রেখে অবশেষে স্থগিত করা হয়েছে এই সফরটি। এর আগে পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মধ্যকার বাংলাদেশ দলের সিরিজ স্থগিত ঘোষণা করা হয়। এই ধারাবাহিকতায় এবার টাইগারদের লঙ্কা সফরও স্থগিত ঘোষণা করলো বিসিবি।