করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের মতো নিজেদের ক্রিকেটও বন্ধ ঘোষণা করেছিলো দক্ষিণ আফ্রিকা। গত ১৫-ই মার্চ থেকে বন্ধ ছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সকল কার্যক্রম। অবশেষে ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ঘোষণা করেছে ৪৪ সদস্যের স্কোয়াড!নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি মাঠে আফ্রিকার ক্রিকেটাররা এখন অনুশীলন করতে পারবেন।
এর আগে মাঠে ফিরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলগুলো। যদিও আফ্রিকা আরো আগেই ফিরতে পারতো ২২ গজে, কিন্তু অনুমতি দেয়নি দক্ষিণ আফ্রিকার ক্রীড়া বিভাগ। অবশেষে অনুমতি মিললেও বেশকিছু বিষয়ে নজর দিবে তারা। করোনার বিষয়টি মাথায় রেখে নিবিড়ভাবে হবে অনুশীলন। মাঠে যেতে পারবে না মিডিয়া কর্মীরাও! সেই সাথে ফটোগ্রাফারদেরও ছবি তুলতে দেওয়া হবেনা বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
অনুশীলনের অনুমতি পাওয়া দক্ষিণ আফ্রিকার ৪৪ জন ক্রিকেটার:
কুইন্টন ডি কক, দিন এলগার, লুঙ্গি এনগিডি, অ্যাইডেন মারক্রাম, জুনিয়র ডালা, থেউনিস ডি ব্রুইইন, রাসি ভ্যান ডার ডুসেন, শন ভন বার্জ, ডোয়াইন প্রিটোরিয়াস, হেনরিখ ক্লাসেন, টেম্বা বাভুমা, রিজা হ্যানড্রিক্স, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, উইয়ান মালডার, বিজর্ন ফরটুইন, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডেভিড মিলার, সারেল আরউই, খায়া জন্ডো, ড্যারিন ডুপ্যাভিলিয়ন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কিগান পিটারসেন, ইমরান তাহির, লুথো সিপামলা, এডওয়ার্ড মুরে, এনরিখ নর্টজে, সিসান্দা মাগালা, গ্লেনটন স্টারম্যান, জেজে স্মাটস, রুডি সেকন্ড, পাইট ভ্যান বিলজন, রায়নারড ভ্যান টন্ডার, জেরাল্ড কোয়েটজে, পিটার মালান, জুবাইর হামজা, জানেমান মালান, ফ্যাফ ডু প্লেসি, টনি ডি জর্জি, ব্যুরান হ্যানড্রিক্স, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে ও কাইল ভেরিয়েন্নে।
জেনে রাখা ভালো শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটাররা করতে পারবে অনুশীলন। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে পুরুষ ও নারী দুই জাতীয় দলের ক্রিকেটাররাই করবেন এই অনুশীলন