১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপুর করোনা জয়

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বুধবার, ১ জুলাই , ২০২০ ৩:১২

নাজমুল অপু, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। বাঁহাতি স্পিন ঘূর্ণিতে জয় করেছে হাজারো ভক্তের মন। সেই অপু এবার ২২ গজে স্পিন ঘূর্ণিতে কোনোকিছু জয় করেননি জয় করেছেন করোনা ভাইরাসকে। নিজ বাড়িতেই ডাক্তারের চিকিৎসা নিয়ে করোনা জয় করেছেন অপু এবং তার বাবা-মা। সর্বশেষ পরীক্ষা অনুযায়ী তারা সবাই এখন করোনা মুক্ত। এর আগে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলো অপু। যেখানে করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছিলো অপু এবং তার বাবা-মায়ের। করোনায় আক্রান্ত হবার পর প্রথম বেশকিছুদিন জটিলতা ছিল তাদের। জ্বরের সাথে শরীর এবং গলাব্যথা ছিল অনেকবেশী। তবে সময় গড়ানোর সাথে সাথে লক্ষণ-উপসর্গও মিলিয়ে যেতে থাকে তাদের শরীর থেকে। এবং তারা এখন পুরোপুরি সুস্থ। করোনার মহামারী থেকে মুক্ত থাকতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন নাজমুল অপু।

মতামত জানান :