৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ফিরলো মাঠে!

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বুধবার, ১ জুলাই , ২০২০ ৭:৪৬

করোনার ভয়াবহ থাবায় বন্ধ ছিলো ক্রিকেট! অবশেষে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর আসতে শুরু করেছে নানান দেশের ক্রিকেটাঙ্গন থেকে। ওয়েষ্ট ইন্ডিজ এখন ইংল্যান্ড সফরে! পাকিস্তানও রয়েছে সফরে। পিছিয়ে নেই শ্রীলঙ্কান ক্রিকেট। তারাও ফিরেছে ক্রিকেটের ২২ গজে। আয়োজন করেছে নিজদের মধ্যেই প্রস্তুতি ম্যাচের। তাহলে কি ক্রিকেটপ্রেমীদের সেই মজার দিনগুলো ফিরে আসতে চলছে? অবশ্য বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের মাঠে ফেরার বিষয়টি বলে দিচ্ছে ক্রিকেট খুব তাড়াতাড়ি ফিরছে ২২ গজে। আর কয়েকদিন পরেই ওয়েষ্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আন্তর্জাতিক ক্রিকেটের। এর আগে শ্রীলঙ্কার ক্রিকেটবোর্ড নিজেদের মধ্যে আয়োজন করেছে প্রস্তুতি ম্যাচের। এর আগে ওয়ানডে ম্যাচের আয়োজন করলেও বৃষ্টির কারণে রেজাল্ট আসেনি সেই ম্যাচের। অবশ্য টি-২০ ম্যাচটি জিতেছে ধনঞ্জয়ার দল। নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে আজ মাঠে নামে ধনঞ্জয় ডি সিলভা একাদশ বনাম কুশাল মেন্ডিস একাদশ। ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মেন্ডিস! ম্যাচে খেলতে নেমে চান্দিমালের ৩২ বলে অপরাজিত ৬৩ রানের ঝড়ো ইনিংসের সাথে থিসারার অপরাজিত ফিফটি এবং ফার্নান্দোর ৪২ রানের উপর ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে মেন্ডিস একাদশ। ধনঞ্জয়া একাদশের বোলারদের পক্ষে ১ টি করে উইকেট শিকার করেন প্রদিপ, উদানা, পেরারা! ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ের সাথে ডি সিলভা এবং ডিকওয়েলার ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় ধনঞ্জয়ার একাদশ। ম্যাচে মাত্র ৩৩ বলে ৬ ছক্কায় ৭৭ রানের ইনিংস উপহার দেন শানাকা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: মেন্ডিস একাদশ: ১৮৯/৪(২০) চান্দিমাল ৬৩*, থিসারা ৫০* পেরেয়া ২৪/১; প্রদীপ ৪০/১ ধনঞ্জয়া একাদশ: ১৯০/৬(১৯.২) শানাকা ৭৭; সিলভা ৪২ সান্দাকান ২৭/২; লাকমল ৩২/২ ফলাফল: ধনঞ্জয়া একাদশ ৪ উইকেটে জয়ী।

মতামত জানান :