মহামারী করোনায় দিশেহারা সারাবিশ্বের মানুষেরা। সেখানে বাংলাদেশেও এর প্রভাব অনেক বেশী। করোনায় সবাই যখন দিশেহারা তখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছিলো শোকের ছায়া। জুনের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলো নাফিস এবং তার মা নুসরাত ইকবালসহ পরিবারের একাধিক সদস্য। এরপর ডাক্তারের পরামর্শ মেনেচলে এখন পুরোপুরি করোনা মুক্ত তারা। আজ দ্বিতীয় বারের মতো করোনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেন নাফিস ইকবাল। এর আগে করোনা থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার নাজমুল অপু। এছাড়াও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনায় আক্রান্ত রয়েছে।