করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পরে মাঠে ফিরছে ক্রিকেট। ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দলে জায়গা হয় নাই অভিজ্ঞ দুই খেলোয়াড় বেয়ারস্টো এবং মঈন আলীর। প্রথম টেস্টের অধিনায়ক হিসেবে থাকছে বেন স্টোকস কারন ছুটিতে আছেন নিয়মিত অধিনায়ক রুট।১৩ সদস্যের সাথে ৯ জন রিজার্ব খেলোয়াড় রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ দল: জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।