৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা, ফিরলেন মঈন আলী

প্রতিবেদক
ডেস্ক নিউজ
সোমবার, ২৭ জুলাই , ২০২০ ৬:৫৭

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট মাঠে ফিরলেও ওয়ানডে ম্যাচ কবে ফিরবে সেটা নিয়ে ছিলো সংশয়। অবশেষে সেই সংশয় কাটতে যাচ্ছে, রঙ্গিন পোশাকের ক্রিকেট ফিরতে যাচ্ছে মাঠে। চলতি মাসের ৩০ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ফিরছে ওয়ানডে ক্রিকেট।

মরগানকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মঈন আলী। শুধু ফেরা নয়, কয়েকমাস আগে দলে ব্রাত্য হওয়া মঈন আলী পেয়েছেন ইংল্যান্ডের সহ-অধিনায়কত্বের দায়িত্ব।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াড:
ইয়ন মরগান(অধিনায়ক), মঈন আলী(সহ-অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জো ডেনলি, টম কারান, লিয়াম ডওসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ, রিচ টপলে, জেমস ভিন্স এবং ডেভিড উইলি।

রিজার্ভ: রিচার্ড গ্নিনসন, লুইস গ্রেগরি এবং লিয়াম লিভিংস্টোন।

ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের সময়সূচি:
১. প্রথম ওয়ানডে- ৩০ জুলাই -অ্যাজেস বোল।
২. দ্বিতীয় ওয়ানডে – ১ আগস্ট- অ্যাজেস বোল।
৩. তৃতীয় ওয়ানডে- ৩ আগস্ট -অ্যাজেস বোল।

উল্লেখ্য এই সিরিজের মধ্য দিয়েই আইসিসি সুপার লিগের পর্দা উঠবে।

মতামত জানান :