করোনায় নিস্তব্ধ বিশ্ব, সেই সাথে বাংলাদেশ। সময়ের সাথে সাথে ভয়ংকর পরিস্থিতিতে রূপ নিচ্ছে করোনা ভাইরাস। করোনায় আক্রান্ত হয়েছিলো মাশরাফি বিন মুর্তজা। এবার মাশরাফির পরিবারে করোনার হানা।মাশরাফি বিন মর্তুজার বাবা ও বঙ্গবন্ধু স্কোয়াডের সভাপতি গোলাম মর্তুজা স্বপন এবং মা হামিদা মর্তুজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, আক্তান্ত হয়েছে মাশরাফির মামী এবং ছোট ভাইয়ের স্ত্রী।
গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ থাকায় মাশরাফির বাবা, মা, মামী ও ছোট ভাইয়ের স্ত্রী সাবধানতাবশত ৬ আগস্ট নমুনা পরীক্ষা করান। এবং আজ (৮ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের সবার ‘পজিটিভ’ রিপোর্ট আসে। আক্রান্ত চারজনই বর্তমানে নড়াইলে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, মাশরাফির নড়াইলের বাড়িতে লকডাউন দেওয়া হয়েছে। এর আগে মাশরাফি এবং তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। এবং বাড়িতে চিকিৎসা গ্রহণ করে তারা এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।