১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল

প্রতিবেদক
ডেস্ক নিউজ
রবিবার, ৯ আগস্ট , ২০২০ ৭:৩৩

করোনার মহামারীতে থমকে দাঁড়িয়েছে বিশ্ব। বাংলাদেশেও করোনার ভয়াবহতা বেড়েই চলছে। ক্রিকেট পাড়ায়ও প্রভাব বিস্তার করেই চলেছে করোনা ভাইরাস। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। অবশ্য, রুবেলের শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে।

এর আগে করোনা আঘাত হেনেছিল রুবেলের পরিবারে। সেখানে প্রথম যাত্রায় করোনা আক্রান্ত হয়েছিলেন রুবেলের বাবা। এরপর সেটি রুবেলের শরীরেও সংক্রমিত হয়েছে। রুবেলের অবস্থা স্থিতিশীল হলেও তার বাবা এখন ভর্তি রয়েছে আইসিইউতে।

উল্লেখ্য, রুবেলের বাবা আক্রান্তের পর সাবধানতাবশত রুবেলের পরিবারের সদস্যরা গতকাল (শনিবার ৮ আগস্ট) করোনা পরীক্ষা করিয়েছেন। এবং সেই পরীক্ষায় রুবেলের স্ত্রী-সন্তানের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলেও রুবেলের ফলাফল পজিটিভ এসেছে।

জেনে রাখা ভালো, এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি সহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তারা পুরোপুরি সুস্থ হয়েছেন।

, ,

মতামত জানান :