ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে অসুস্থ বাবার পাশে থাকতে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন টেস্ট ক্রিকেটের বর্তমান সেরা অলরাউন্ডার বেন স্টোকস। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল (১৩ আগস্ট) শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য ১৪ জনের স্কোয়াডে বেন স্টোকসের জায়গায় ডাক পেয়েছেন ওলি রবিনসন।
২৬ বছর বয়সী এই ডানহাতি বোলার এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেন। ওলি মূলত ডানহাতি বোলার। সেই সাথে লোয়ার অর্ডারে ব্যাট করে থাকেন। ওলি রবিনসন প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৬ ম্যাচে ২৩৬ উইকেট এবং ১৩৮২ রান সংগ্রহ করেছেন। যদিও ওলি প্রথমবার সুযোগ পেলেন স্কোয়াডে, তবে এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন রিজার্ভ বেঞ্চের ৯ জনের মধ্যে।
এর আগে ৯ আগস্ট পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য শেষ দুই টেস্টের স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন বেন স্টোকস।