১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচপি দলের নতুন কোচ টবি র‍্যাডফোর্ড

প্রতিবেদক
Mugdha Saha
বৃহস্পতিবার, ১৩ আগস্ট , ২০২০ ৯:২৫

বাংলাদেশ হাইপারফরমেন্স টিমের নতুন কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন টবি রাদারফোর্ড। আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি। এর আগে এইচপি টিমের হয়ে কোচ ছিলেন সাইমন হেলমেট৷ তার বিদায়ের পর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি৷

‌অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এইচপি দলের কোচ খোজা হচ্ছে৷ শেষ পর্যন্ত অভিজ্ঞ রাদারফোর্ড এর হাতেই দায়িত্ব তুলে দিলো বিসিবি৷ আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

মতামত জানান :