১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

প্রতিবেদক
Mugdha Saha
শুক্রবার, ১৪ আগস্ট , ২০২০ ১২:০০

করোনা ভাইরাসে ১১৭ দিন ক্রিকেট বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে ক্রিকেটের যাত্রা৷ যে যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ড। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সাথে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড।

সিরিজটিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। ৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

৩ ম্যাচ টি-২০ সিরিজের সময়সূচি:
১ম টি-টোয়েন্টি- ৪ই সেপ্টেম্বর (ভেন্যু-রোজ বোল)
২য় টি-টোয়েন্টি- ৬ই সেপ্টেম্বর (ভেন্যু-রোজ বোল)
৩য় টি-টোয়েন্টি- ৮ই সেপ্টেম্বর (ভেন্যু-রোজ বোল)

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচিঃ
১ম ওয়ানডে- ১১ই সেপ্টেম্বর (ভেন্যু-ওল্ড ট্রাফোর্ড)
২য় ওয়ানডে- ১৩ই সেপ্টেম্বর (ভেন্যু- ওল্ড ট্রাফোর্ড)
৩য় ওয়ানডে- ১৬ই সেপ্টেম্বর (ভেন্যু- ওল্ড ট্রাফোর্ড)

মতামত জানান :