সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের একজন। ক্রিকেট মাঠে সেরাটা দিয়ে প্রমাণ করেছেন, নিজের নামটি নিয়েছেন ইতিহাসের পাতায়। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব অসংখ্য রেকর্ডের সাক্ষী হয়ে আছেন। কিন্তু গতবছর ফিক্সিং ইস্যু গোপন করায় ১ বছরের নিষেধাজ্ঞা পড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র ৭৪ দিন বাকী।
ক্রিকেট পাড়ায় প্রশ্ন, ৭৪ দিন পরেই কি জাতীয় দলে যোগ দিতে পারবেন সাকিব? ঠিক এমন প্রশ্নের উত্তর খু্জতে যখন উত্তাল ভক্তকূল, ঠিক তখনি সুখবর নিয়ে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। জানালেন নিষেধাজ্ঞা উঠলেই খেলতে পারবেন সাকিব আল হাসান।
গণমাধ্যমকে সাকিবের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তার সঙ্গে কী কথা হলো এটা বলবো না। শুধু এটাই বলবো- সাকিবের নিষেধাজ্ঞা যখনই উঠে যাবে, সেদিন থেকে সে আমাদের সাথে খেলতে পারবে। সে যখন মুক্ত হবে তখন থেকেই সে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
উল্লেখ্য, সাকিবের নিষেধাজ্ঞা উঠবে আগামী অক্টোবর মাসের ২৯ তারিখে। আর সেই সময় টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তাই বলা যায়, শ্রীলঙ্কা সিরিজেই সাকিব ফিরতে পারেন দলে!