১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল নিয়ে সন্দিহান নাজমুল হাসান পাপন

প্রতিবেদক
Mahir Shohag
শনিবার, ১৫ আগস্ট , ২০২০ ৭:৪২

মহামারী করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট ফিরলেও থমকে আছে দেশের ক্রিকেট। সামনের শ্রীলঙ্কা সফর দিয়েই মাঠের খেলায় ফিরতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে দেশের মাটিতে বিপিএলের এইবারের আসর আয়োজন নিয়েও শঙ্কা দেখছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার মতে- করোনা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হলে এবং ভ্যাকসিন না এলে বিপিএল আয়োজন কঠিন হয়ে পড়বে। অন্যদিকে দেশের বাইরেও এই ফ্র‍্যাঞ্চাইজি লীগ আয়োজন করাটা অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি।

আজ শোক দিবস উপলক্ষে বিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে বিপিএল আয়োজন নিয়ে এই কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি আরও বলেন যে- ‘এটা খুবই কঠিন। বাংলাদেশে? আমার মনে হয় না! দেখুন, আইপিএলের মত খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না; প্রথম দিকে তো না-ই। কে কে আসতে পারবে সেটারও কোনো নিশ্চয়তা নেই।’

বাংলাদেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সুস্থ প্লেয়ারদের নিয়ে খেলা শুরু করার পর অনেকেরই করোনা পজিটিভ প্রমাণিত হওয়ার আশঙ্কা থাকে। তাই তো বিপিএল নিয়ে আরও সতর্ক হয়েই তিনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন- ‘আজকে আমি করোনা নেগেটিভ ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে দেখবেন পজিটিভ হচ্ছে। আমি আজকে করোনা নেগেটিভ আছি, কিন্তু কালকে যে পজিটিভ হবো না- এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।’

বিপিএলের মতো আসরে দেশ বিদেশের অনেক ক্রিকেটারই অংশ নেয়। যেখানে আমাদের দেশে প্রচুর পরিমাণে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সেখানে বিপিএল আয়োজন প্রশ্নই আসেনা।

মতামত জানান :