৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদায় বলে দিলেন ধোনি

প্রতিবেদক
Arfin Rupok
শনিবার, ১৫ আগস্ট , ২০২০ ৯:২৪

ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি শুধু ভারতের নয়, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক চরিত্র। বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির সাথে দুর্দান্ত ফিনিশার হিসেবেও পরিচিত তিনি। আবার কখনও বা ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নেন সামনের দিকে। এই ধোনি ভারতকে দিয়েছে অনেক কিছু। কিন্তু বেশকিছুদিন যাবৎ ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিলো ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যাপ্টেন কুল।

অবশেষে সেই গুঞ্জন সত্যি হল। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আজ (১৫ আগস্ট) বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন ধোনি নিজেই। ইনস্টাগ্রামে নিজের অবসরের বিষয়টি জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে নিজেকে নিয়েছেন কিংবদন্তিদের কাতারে। কখনো ব্যাট হাতে আবার কখনো কিপিং, কিংবা ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সিতে বোকা বানিয়েছেন বিপক্ষ দলের বাঘা বাঘা ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে ভারতের হয়ে ৫৩৮ ম্যাচে নামের পাশে যুক্ত করেছেন ১৭,২৬৬ রান এবং কিপিং গ্লাভস হাতে ৬৩৪ ক্যাচের সাথে করেছেন ১৯৫ টি স্ট্যাম্পিং। যা তাকে নিয়েছে অনন্য এক উচ্চতায় ।

ধোনি আরো আগেই নিজের শেষ ম্যাচটি খেলেছেন৷ কেননা, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়নি এই কিংবদন্তির।

মতামত জানান :