১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ আগস্ট-১৬

প্রতিবেদক
Mugdha Saha
রবিবার, ১৬ আগস্ট , ২০২০ ১২:০৮

কভেন্ট্রির রেকর্ডের দিনে বাংলাদেশের জয়
২০০৯ সালের আজকের এই দিনে চার্লস কভেন্ট্রির তৎকালীন রেকর্ড ১৯৪ রানের ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৩১২ রান করে জিম্বাবুয়ে। যদিও ১৫৪ রান করে বাংলাদেশকে ৪ উইকেটে জয় এনে দেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইংলিশ বধ
১৯৫০ সালের আজকের এই দিনে যখন আলফ ভ্যালেনটাইন ইনিংসের ষষ্ঠ, ম্যাচের দশম এবং সিরিজের ৩৩তম উইকেটটি নিলেন তখনই ইংল্যান্ডের অলআউটের মধ্যে দিয়ে ইনিংস ও ৫৬ রানে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪ ম্যাচ টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে এটিই ছিল প্রথম সিরিজ জয়।

প্রথম ইনডোর অডিয়াই ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়
২০০০ সালের আজকের এই দিনে স্টিভ ওয়াহ ও মাইকেল বেভনের জোড়া শতকে করা ২২২ রানে ভর করে প্রথম ইনডোর অডিয়াই ম্যাচে ২৯৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ২০১ রানে শেষ করে নিজেদের ইনিংস৷

🇧🇩আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉১৬/০৮/২০০৯- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে)
ফলাফলঃ ৪ উইকেটে জয়।
👉১৬/০৮/২০১১- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে)
ফলাফলঃ ৫ রানে হার।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১. শিবনারায়ণ চন্দরপল (১৯৭৪-ওয়েস্ট ইন্ডিজ)
২. জেফ থমসন (১৯৫০-অস্ট্রেলিয়া)
৩. লর্ড হক (১৮৬০-ইংল্যান্ড)
৪. মার্কাস স্টইনিশ (১৯৮৯-অস্ট্রেলিয়া)
৫. অথর জোনস (১৯০৫-ইংল্যান্ড)
৬. স্যাম ট্রিমবেল (১৯৩৪-অস্ট্রেলিয়া)
৭. মাহেস গোণাতিলাকে (১৯৫২-শ্রীলঙ্কা)
৮. হাওয়ার্ড জনসন (১৯৬৪-ইউএসএ)
৯. জো হ্যারিস (১৯৬৫-কানাডা)

💯আজকের দিনে যাদের সেঞ্চুরি:
১৮৯৯- সিড গ্রিগরি- ১১৭ বনাম ইংল্যান্ড।
১৯০৫- জনি টিল্ডসলে- ১১২ বনাম অস্ট্রেলিয়া।
১৯২১- জ্যাক রাসেল- ১০২* বনাম অস্ট্রেলিয়া।
১৯৩০- হার্বার্ট সাটক্লিফ- ১৬১ বনাম অস্ট্রেলিয়া।
১৯৪৮- আর্থার মরিস- ১৯৬ বনাম ইংল্যান্ড।
১৯৬২- কলিন কাউড্রে- ১৮২ বনাম পাকিস্তান।
১৯৬২- টেড ডেক্সটার- ১৭২ বনাম পাকিস্তান।
১৯৮১- গ্রাহাম ইয়ালপ- ১১৪ বনাম ইংল্যান্ড।
২০০০- স্টিভ ওয়াহ- ১১৪ বনাম দ. আফ্রিকা।
২০০০- মাইকেল বেভান- ১০৬ বনাম দ. আফ্রিকা।
২০০১- রিকি পন্টিং- ১৪৪ বনাম ইংল্যান্ড।
২০০১- সাঙ্গাকারা- ১০৫* বনাম ভারত।
২০০২- মিতালি রাজ- ২১৪ বনাম ইংল্যান্ড প্রমীলা।
২০০৫- নাথান অ্যাসলে- ১২৮ বনাম জিম্বাবুয়ে।
২০০৯- চার্লস কভেন্ট্রি- ১৯৪* বনাম বাংলাদেশ।
২০০৯- তামিম ইকবাল- ১৫৪ বনাম জিম্বাবুয়ে।
২০১০- করিম সাদিক- ১১৪* বনাম স্কটল্যান্ড।
২০১০- মোহাম্মদ শেহজাদ- ১০০* বনাম স্কটল্যান্ড।
২০১০- গ্যারি উইলসন- ১১৩ বনাম নেদারল্যান্ডস।
২০১১- থারাঙ্গা- ১১১ বনাম অস্ট্রেলিয়া।
২০১১- মুশফিকুর রহিম- ১০১ বনাম জিম্বাবুয়ে।
২০১৪- সরফরাজ- ১০৩ বনাম শ্রীলঙ্কা।
২০১৬- ক্যালাম ম্যাকলিওড- ১০৩ বনাম আরব আমিরাত।

5⃣আজকের দিনে ৫ উইকেট
১৮৯৩- জনি ব্রিগস ৫/১১৪ বনাম অস্ট্রেলিয়া।
১৮৯৯- বিল লকউড ৭/৭১ বনাম অস্ট্রেলিয়া।
১৯৪৮- এরিক হলিস ৫/১৩১ বনাম অস্ট্রেলিয়া।
১৯৪৯- ফ্যান ক্রেসওয়েল ৬/১৬৮ বনাম অস্ট্রেলিয়া।
১৯৫০- অলফ্রেড ভ্যালেন্টাইন ৬/৩৯ বনাম ইংল্যান্ড।
১৯৫৪- জনি ওয়ার্ডলি ৭/৫৬ বনাম পাকিস্তান।
১৯৭৬- মাইকেল হোল্ডিং ৬/৫৭ বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
১৯৮২- মুদাসসর নজর ৬/৩২ বনাম ইংল্যান্ড।
১৯৮৫- রিচার্ড এলিসন ৬/৭৭ বনাম অস্ট্রেলিয়া।
২০০১- জাভাগল শ্রীনাথ ৫/১১৪ বনাম শ্রীলঙ্কা।
২০০৩- জেমস অ্যান্ডারসন ৫/১০২ বনাম দ.আফ্রিকা।
২০০৭- এমি স্যাটার্দওয়েট ৬/১৭ বনাম নিউজিল্যান্ড প্রমীল।
২০১১- লাসিথ মালিঙ্গা ৫/২৮ বনাম অস্ট্রেলিয়া।

মতামত জানান :