১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের নতুন ব্যাটিং কোচ হতে পারেন ক্রেইগ ম্যাকমিলান

প্রতিবেদক
Mugdha Saha
বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২০ ৪:৩০

সীমিত ওভারের ক্রিকেটে ২০১৮ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। টেস্ট ক্রিকেটে আলাদা কোন ব্যাটিং পরামর্শক না থাকায় এতদিন ধরে তিনিই পালন করছিলেন টেস্টের ব্যাটিং পরামর্শক এর ভূমিকা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে নিজ দেশ হতে শ্রীলঙ্কা সফরে আসতে রাজি নন নিল ম্যাকেঞ্জি।

আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ছাড়বেন ক্রিকেটাররা। এই অবস্থায় বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে বিকল্প কাউকে চিন্তা করছে বিসিবি৷ আর এরই মধ্য নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানের সঙ্গে স্বল্প সময়ের চুক্তির আলাপও করছে বিসিবি।

ক্রিকবাজের সাথে আলোচনায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘ম্যাকেঞ্জির শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাকে আগ্রহী বলে মনে হচ্ছে না। আর এরকম কিছু হলে আমাদের বিকল্প খুঁজতে হবে। কিন্তু নতুন পরামর্শক নেয়া হলে তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দেয়া হবে। আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলছি। তাদের মধ্যে একজন ক্রেইগ ম্যাকমিলান। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি শীঘ্রয়ই বিষয়টি সমাধান হবে।’

উল্লেখ্য, গত বছরের ভারত সিরিজ থেকেই অতিরিক্ত টেস্ট ক্রিকেটের দায়িত্ব পালন করছিলেন নেইল ম্যাকেঞ্জি। তার কাজে বেশ সন্তুষ্ট ছিলেন ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা

,

মতামত জানান :