ক্রিকেটের রাজকীয় ফরম্যাট বলা হয় টেস্ট ক্রিকেটকে। আর এই ফরম্যাটে বর্তমান সময়ে রাজত্ব করছে ইংল্যান্ড, রাজত্ব করছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। বেন স্টোকস তার অলরাউন্ডারিং পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন, নজর কেড়েছেন বাটলার কিংবা ওকস। আবার ব্রড ৫০০ উইকেট শিকার করে নিজেকে নিয়েছেন সেরাদের কাতারে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্র’লির নাম।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিংয়ে নিজের নামটি নিয়েছেন সেরাদের কাতারে। ইংল্যান্ডের জার্সিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ক্র’লি। অবশেষে ফিরে পেলেন নিজের সহজাত ব্যাটিং। সেই সাথে কম বয়সী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করে নজরে আসলেন সবার।
আজ পাকিস্তানের বিপক্ষে ৩৩১ বলে ২০১ রানের মধ্য দিয়ে মাত্র ২২ বছর ২২১ দিনে ডাবল সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন তিনি। এবং ইংল্যান্ডের সেরা দুই তারকা ক্রিকেটার লেন হাটন এবং ডেভিড গাওয়ারের পরেই নিজের নামটি লিখলেন।
ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে কম বয়সী ডাবল সেঞ্চুরির তালিকা:
১. লেন হাটন- ২২ বছর ৫৮ দিন।
২. ডেভিড গাওয়ার- ২২ বছর ১০২ দিন।
৩. জ্যাক ক্র’লি- ২২ বছর ২০১ দিন।