১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ আগস্ট-২৩

প্রতিবেদক
Mugdha Saha
রবিবার, ২৩ আগস্ট , ২০২০ ১১:২৪

⭕মাইকেল ক্লার্কের শেষ টেস্ট
২০১৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে মাঠে নামে অস্ট্রেলিয়া। ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নেয় ইনিংস ও ৪৬ রানে৷ ক্লার্ককে শেষ ম্যাচে জয় উপহার দিলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা।

⭕এক ইনিংসে ৩,৪,৫ নং ব্যাটসম্যানের সেঞ্চুরি
২০০২ সালের আজকের এই দিনে সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। গতকালকের দিনে একই ইনিংসে সেঞ্চুরি হাকান রাহুল দ্রাবিড়। এক টেস্টের এক ইনিংসে ৩,৪ ও ৫ নং ব্যাটসম্যানের সেঞ্চুরি হাকানোর ঘটনা তখনকার সময় থেকে ৪০ বছর আগেও দেখেনি ক্রিকেট!

⭕রেকর্ডের প্রতিচ্ছবি
১৯৩৮ সালের আজকের দিনে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাট হাতে ধারণ করেছিল রূঢ়মূর্তি। ইংলিশ ওপেনার লেন হাটনের ট্রিপল সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৯০৩ রান। টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ১০০০ রানের রেকর্ড স্পর্শের মধ্য দিয়ে ইতিহাস নতুন করে লেখার সুযোগ ইংরেজদের সামনে। কিন্তু এমন সময় ইংল্যান্ডের অধিনায়ক ওয়াল হ্যামন্ড ইনিংস ঘোষণা করলে খুব কাছে গিয়েও নতুন ইতিহাস লেখা হয়নি সেদিন। তবে, ৯০৩ রানের মধ্য দিয়ে তৎকালীন সময়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো তারা। পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সেই রেকর্ড নিজেদের করে নেন। সেই টেস্টে ইংল্যান্ড ইনিংস এবং ৫৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

⭕ফ্রেড হুইশের স্ট্যাম্পিং রেকর্ড
১৯১১ সালের আজকের এই দিনে ওভালে কেন্ট উইকেটরক্ষক ফ্রেড হুইশ সারের বিরুদ্ধে ৯টি স্ট্যাম্পিং করেন৷ যা ফার্স্ট ক্লাস ক্রিকেটে রেকর্ড।

⭕ধারাভাষ্যকার ব্রায়ান জনস্টনের বিদায়
১৯৯৩ সালের আজকের দিনে শেষবারের মতো মাইক্রোফোনের পিছনে আসেন বিখ্যাত ধারাভাষ্যকার ব্রায়ান জনস্টন। ইংল্যান্ড ১৬১ রানে ম্যাচটি জিতে নিয়ে স্মরণীয় করে রাখে তার বিদায়কে।

আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉২৩/০৮/২০১৯- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস (প্রমীলা টি-টোয়েন্টি)
ফলাফলঃ বাংলাদেশ ৬৫ রানে জয়ী
👉 ২৩/০৮/২০১২- বাংলাদেশ বনাম পাকিস্তান (প্রমীলা ওয়ানডে)
ফলাফলঃ বাংলাদেশ ৪ উইকেটে পরাজিত

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৯০৯- সিড বুলার (ইংল্যান্ড)
১৯২১- সিসিল “স্যাম” কুক (ইংল্যান্ড)
১৯৩০- জ্যাক ব্যানিস্টার (ইংল্যান্ড)
১৯৬৩- রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
১৯৬৭- রিচার্ড পিটার (নিউজিল্যান্ড)
১৯৭২- মার্ক বাটচার (ইংল্যান্ড)
১৯৭৩- ক্যারি ওয়ালমস্লে (নিউজিল্যান্ড)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
২০০৬- হাসান রাজা (পাকিস্তান)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৩৮- জো হার্ডস্টাফ (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৬৮- বসিল ডলিভেরা (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৭৩- রোহান কানহাই (ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
১৯৮৪- সিধাত ওয়েটিমুনি (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
১৯৮৬- ডেভিড গাওয়ার (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
১৯৮৭- ড্যানিস অ্যানেটস (অস্ট্রেলিয়া প্রমীলা বনাম ইংল্যান্ড প্রমীলা)
১৯৯০- রবী শাস্ত্রী (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৯১- অ্যালেক স্টেওয়ার্ট (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)
১৯৯৬- সাঈদ আনোয়ার (পাকিস্তান বনাম ইংল্যান্ড)
১৯৯৬- জন ক্রাউলি (ইংল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৯৭- রবিন সিং (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০০১- জাস্টিন ল্যাংগার (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০২- শচীন টেন্ডুলকার (ভারত বনাম ইংল্যান্ড)
২০০২- সৌরভ গাঙ্গুলি (ভারত বনাম ইংল্যান্ড)
২০০৩- হাবিবুল বাশার (বাংলাদেশ বনাম পাকিস্তান)
২০০৭- ক্লেরি টেইলর (ইংল্যান্ড প্রমীলা বনাম নিউজিল্যান্ড প্রমীলা)
২০০৯- মাইক হাসি (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১২- চেতেশ্বর পুজারা (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০১৪- কারলেট এডওয়ার্ড (ইংল্যান্ড প্রমীলা বনাম ভারত প্রমীলা)
২০১৫- মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৫- অজিনকেয়া রাহানে (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০২০- আজাহার আলী (পাকিস্তান বনাম ইংল্যান্ড)

আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৫৭- টনি লক (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭১- রয় ইলিংওর্থ (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৭১- ভগত চন্দ্রশেখর (ভারত বনাম ইংল্যান্ড)
১৯৯১- রুমেশ রত্নায়ক (শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড)
১৯৯৭- এন্ডি ক্যাডিক (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৯৭- মাইকেল ক্যাসপ্রোয়াইজ (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৩- সাব্বির আহমেদ (পাকিস্তান বনাম বাংলাদেশ)
২০১৯- ইশান্ত শর্মা (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১৯- জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)

, , ,

মতামত জানান :