৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ আগস্ট ২৪

প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট , ২০২০ ১০:৪৬

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ

🔸ওয়েলার্ডের পাঁচ ছক্কা
১৯৩৮ সালের আজকের দিনে ওয়েলশে কেন্ট দলের অলরাউন্ডার ফ্র‍্যাঙ্ক উলির এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন সমারসেট দলের আর্থার ওয়েলার্ড। এর মাধ্যমে যৌথভাবে বিশ্বরেকর্ডে নাম লেখান আর্থার, পরবর্তীতে ১৯৬৮ সালে ম্যালকম ন্যাশের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি ভেঙে দেন গ্যারি সোবার্স।

🔹ভারতকে ইংলিশদের ধবলধোলাই
৯৫৯ সালের আজকের দিনে ফ্রেড ট্রুম্যান ও ব্রায়ান স্ট্যাথামের বোলিং তান্ডবে ওভালে ১৯৪ রানে অল আউট হয় ভারত, যার ফলে ইনিংস ব্যবধানে ম্যাচটি জিতে ৫ ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয় ইংল্যান্ড দল।

ওল্ড ট্রাফোর্ডের প্রথম শতক
১৯৭২ সালের এই দিনে ওল্ড ট্রাফোর্ডে যেকোনো ধরনের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হয়। ড্যানিস অ্যামিসের ১৩৪ বলে ১০৩ রানের ইনিংসটি ছিলো অজিদের বিরূদ্ধে। ম্যাচটিতে ইংল্যান্ড ছয় ওভার হাতে রেখে ৪ উইকেটে ২২৬ রান করে ৬ উইকেটে জিততে সক্ষম হয়।পরবর্তীতে এই ড্যানিস অ্যামিস দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি ও বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির মালিক হয়।

◽গারফিল্ড সোবার্সের শেষ শতরান
৯৭৩ সালের আজকের এই দিনে লর্ডসে স্যার গ্যারি সোবার্স তার ২৬তম ও শেষ টেস্ট শতক করেন। তার অপরাজিত ১৫০ রানের ইনিংসে ভর করে ৬৫২-৮ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিয়ানরা। সোবার্স পরে স্বীকার করেছিলেন যে প্রথম সন্ধ্যা (দিনশেষে যখন ৩১* রানে ছিলেন) থেকে শুরু করে সারারাত তিনি মদ ও ব্র‍্যান্ডি পান করেছিলেন! এবং পরবর্তী দিনে ব্যাটিং শুরুর সময়ে শারীরিকভাবে ভালো অবস্থায় ছিলেন না। তবে তিনি বলেছেন যে, তখন তিনি বমি নিয়ে বেশ শঙ্কায় ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে পাকস্থলীতে মারাত্মক ব্যধি নিয়ে বাকি জীবন কাটিয়েছিলেন সোবার্স।
ঐ সিরিজটিতে ২-০ ব্যবধানে হারের ফলে ইংল্যান্ডের অধিনায়ক রে ইলিংওর্থের টেস্ট ক্যারিয়ার থেমে গিয়েছিলো।

▫ব্রিটিশ মুলুকে ফ্লাডলাইটের আলোয় প্রথম ম্যাচ
১৯৮০ সালের এই দিনে ইংল্যান্ডে ফ্লাডলাইটের নিচে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। স্ট্যামফোর্ড ব্রিজে সফররত ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করেছিলো এসেক্স। ১১,০৭৩ জন দর্শকের উপস্থিতিতে গ্রাহাম গুচের ১১১ রানে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি জিতেছিলো এসেক্স দল।

▪সাঙ্গাকারার বিদায়
০১৫ সালে আজকের দিনে শেষ টেস্ট খেলেন শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। ক্যারিয়ারের শেষ টেস্টে অনুজ্জ্বল ছিলেন কুমার সাঙ্গাকারা, তবুও এটি তার অপরিমেয় ক্যারিয়ারকে খর্ব কর‍তে পারেনি। ঐ টেস্টের দুই ইনিংসে সাঙ্গা কোনোমতে মাত্র ৩২ ও ১৮ রান সংগ্রহ করতে পেরেছিল। পি সারা ওভালে হওয়া ম্যাচটিতে ভারতের কাছে ২৭৮ রানে হেরেছিলো শ্রীলঙ্কা।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
◾১৮৫১ টম ক্যান্ডাল (অস্ট্রেলিয়া)
◽১৯০৯ রনি গ্রিভসন (সাউথ আফ্রিকা)
▪১৯৫৯ আড্রিয়ান কুইপার (সাউথ আফ্রিকা)
▫১৯৮৪ কারাটে কৃষ্ণচন্দ্রন (আরব আমিরাত)
🔸১৯৮৫ সাজিদ লিয়াকত (জার্মানি)
◽১৯৮৫ ফর্স্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)
▪১৯৮৭ ডেরিক ব্র‍্যাংম্যান (বার্মুডা)
▫১৯৮৮ স্টেফান কেলী (বার্মুডা)
◾১৯৯০ জন এটকিনসন (হংকং)
🔷১৯৯৪ আলী আব্বাসি (হংকং)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
🔹১৯৩৯ উইলিয়াম মৌল (অস্ট্রেলিয়া)
◾১৯৬৮ সাইরিল ভিন্সেন্ট (সাউথ আফ্রিকা)
▫১৯৮২ ইভান সিডল (সাউথ আফ্রিকা)
🔸২০১৩ পিয়াদাসা ভিদানাগামাগে (শ্রীলঙ্কা)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৬৮ বিল লরি •১৩৫ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৭২ ড্যানিস অ্যামিস •১০৩ ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৭৩ গ্যারি সোবার্স •১৫০* ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
১৯৭৩ বার্নার্ড জুলিয়েন •১২১ ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
১৯৭৪ ড্যানিস অ্যামিস •১৮৩ ইংল্যান্ড 🆚 পাকিস্তান
১৯৭৮ জিওফ হাওয়ার্থ •১২৩ নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড
১৯৮৪ দুলিপ মেন্ডিস •১১১ শ্রীলঙ্কা 🆚 ইংল্যান্ড
১৯৮৭ লিন্ডসে রিলার •১১০* অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড (নারী)
১৯৮৯ ডিন জোনস •১২২ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৯০ কপিল দেব •১১০ ভারত 🆚 ইংল্যান্ড
১৯৯৭ অরবিন্দ ডি সিলভা •১০৪ শ্রীলঙ্কা 🆚 ভারত
১৯৯৮ ক্যারেল রোল্টন •১৭৬* অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড (নারী)
২০০১ স্টিভ ওয়াহ •১৫৭* অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
২০০১ মার্ক ওয়াহ •১২০ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
২০০৩ ইয়াসির হামিদ •১৭০ পাকিস্তান 🆚 বাংলাদেশ
২০০৫ লোউ ভিন্সেন্ট •১৭২ নিউজিল্যান্ড 🆚 জিম্বাবুয়ে
২০০৮ ক্রিস গেইল •১১০* ওয়েস্ট ইন্ডিজ 🆚 কানাডা
২০১৯ টম ল্যাথাম •১৫৪ নিউজিল্যান্ড 🆚 শ্রীলঙ্কা
২০১৯ ধনঞ্জয় ডি সিলভা •১০৯ শ্রীলঙ্কা 🆚 নিউজিল্যান্ড ২০২২ লিহ পল •১৩৭ আয়ারল্যান্ড 🆚 নেদারল্যান্ডস (নারী)

২০২২ লরা ডিলানি •১০৯ আয়ারল্যান্ড 🆚 নেদারল্যান্ডস (নারী)

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৮৯৩ টম রিচার্ডসন •৪৯-৫ ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৩৮ বিল বোয়েস •৪৯-৫ ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৫৬ রন আর্চার •৫৩-৫ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৫৭ টনি লক •২৮-৫ ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
১৯৬৭ জিওফ আর্নল্ড •৫৮-৫ ইংল্যান্ড 🆚 পাকিস্তান
১৯৯১ ফিল ডিফ্রেইটাস •৭০-৭ ইংল্যান্ড 🆚 শ্রীলঙ্কা
২০০১ ভেঙ্কটেশ প্রসাদ •৭২-৫ ভারত 🆚 শ্রীলঙ্কা
২০০৭ এন্ড্রু ফ্লিনটফ •৫৬-৫ ইংল্যান্ড 🆚 ভারত
২০১৫ রবি আশ্বিন •৪২-৫ ভারত 🆚 শ্রীলঙ্কা
২০১৭ আকিলা ধনঞ্জয় •৫৪-৬ শ্রীলঙ্কা 🆚 ভারত

২০২২ কারা মুরে •৩৯-৫ আয়ারল্যান্ড 🆚 নেদারল্যান্ডস (নারী)

, , ,

মতামত জানান :