১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ হাজারের ঘরে কুকের আগমন

প্রতিবেদক
Arfin Rupok
মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২০ ৪:০৪

অ্যালাস্টেয়ার কুক, ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের সফল ওপেনারও বলা হয় তাকে। ক্রিকেট মাঠে দারুণ ব্যাটিংয়ের সাথে বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে মন জয় করেছেন কোটি ভক্তের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কুক এবার নিজেকে নিয়ে গেলেন আরো এক ধাপ উপরে। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সফল এই ব্যাটসম্যান প্রবেশ করলেন ২৪ হাজারি ক্লাবে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০৯তম ম্যাচে এসে ২৪ হাজারের ক্লাবে নাম লেখালেন কুক। হ্যাম্পশায়ার হান্টসের বিপক্ষে মাঠে নামার আগে কুকের পাশে যুক্ত ছিলো ২৩৯২৩ রান। ২৪ হাজারের ক্লাবে প্রবেশের দিনে সেঞ্চুরি তুলে নিয়ে ক্রিকেট ক্যারিয়ারে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। ম্যাচে এখন পর্যন্ত ১২৯ রানে অপরাজিত আছেন কুক।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ হাজার রান পূর্ণ করা কুক শতক হাঁকিয়েছেন ৬৬টি। এছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন ১১৬ বার।

উল্লেখ্য, প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে মাত্র ১৪৬ জন ক্রিকেটার ২৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। জেনে রাখা ভালো, বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ৩৫ বছর বয়সী কুকের রান সবচেয়ে বেশি। ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় নিয়ে যান কুক সেটাই দেখার বিষয়।

,

মতামত জানান :