নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (২৫আগস্ট) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ম্যাকেঞ্জির বিদায়ের পর প্রশ্ন দাঁড়িয়েছিলো শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক কে হবে? এমন প্রশ্নের জবাবে ক্রিকেট পাড়ায় কোনো উত্তর মেলে নি। অবশেষে আজ ক্রেইগের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ক্রেইগ এর আগেও কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন৷ এবার ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিলেন তিনি।
জেনে রাখা ভালো, ক্রেইগ নিউজিল্যান্ডের জার্সিতে ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ টি ওয়ানডে ম্যাচে ৪৭০৭ রান সংগ্রহ করেছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে রয়েছে ১৫ হাজারের বেশী রান। সবকিছু বিবেচনায় অভিজ্ঞ ক্রেইগকে নিয়োগ দিয়েছে বিসিবি। এখন দেখার বিষয় ক্রেইগে কতোটা সফল হয় টাইগার ব্যাটসম্যানরা!