২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন নাম্বারে দুর্দান্ত সাকিব: ম্যাকেঞ্জি

প্রতিবেদক
Arfin Rupok
বুধবার, ২৬ আগস্ট , ২০২০ ২:৫৩

নেইল ম্যাকেঞ্জি; টাইগারদের সাবেক ব্যাটিং পরামর্শক। অল্প কয়েকদিন আগেই টাইগারদের বিদায় জানিয়েছেন তিনি। বিদায় বলার পর টাইগারদের খোঁজ রাখেন না তিনি? অবশ্যই রাখেন। এবং সেই সাথে বাংলাদেশের কোন ব্যাটসম্যান কোথায় সফল সেই বিষয়টিও জানিয়ে দিলেন নেইল। জানালেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন নাম্বার ব্যাটিং পজিশনেই সবচেয়ে বেশী সফল।

সম্প্রতি সময়ে ক্রিকবাজকে ম্যাকেঞ্জি জানান, ‘আমি মনে করি সাকিব তিন নম্বর ব্যাটিং পজিশনে দুর্দান্ত। তার মানের খেলোয়াড়রা ইতিবাচক মানসিকতা পুষে রাখে। সাকিব নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। দুই-একটি টেকনিক্যাল পরিবর্তন তার কাজটা সহজ করে দিয়েছে।’

৭৫ নাম্বার জার্সি পরিহিত সাকিব শুধু সেরা অলরাউন্ডারই নন, তিনি বিশ্বমানের ব্যাটসম্যানও, তাতে কোনো সন্দেহ নেই ম্যাকেঞ্জির। সাকিব ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করলে দীর্ঘ সময় ধরে ব্যাট করার সুযোগ পান। বিশ্বকাপে তা দলের জন্যও মঙ্গলজনক হয়ে উঠেছিল সেই প্রমাণ পেয়েছে টাইগার ভক্তরা। সাকিব ব্যাটিং যেকোনো পজিশনে অর্ডারে ব্যাট করার সামর্থ্য রাখেন বলেও মনে করেন তিনি।

এই বিষয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘কৌশলে না পারলে সাকিব অভিজ্ঞতা ও মানসিকতা কাজে লাগায়। আমি মনে করি সে তিন নম্বর পজিশনের জন্য যথার্থ এবং সে ব্যাটিং অর্ডারের যেকোনো জায়গায়ই মানিয়ে নিতে পারবে। তাকে একটু সময় দেওয়া উচিৎ, যাতে নিজেকে মানিয়ে নিয়ে ভালো শট খেলতে পারে।’

মতামত জানান :