৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ আগস্ট ৩১

প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট , ২০২০ ১০:৫২

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ

১৯৬৫-
ওভালে শেষ টেস্টের শেষ দিনে ৭০ মিনিটে ৯১ রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। কিন্তু বাজে আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার সাথে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ইংলিশদের, তিন ম্যাচের সিরিজটি সাউথ আফ্রিকা ১-০ ব্যবধানে জিতে নিয়েছিলো। ১৯৯৪ সাল পর্যন্ত সেটিই ছিলো ইংল্যান্ডের মাটিতে সাউথ আফ্রিকার সর্বশেষ টেস্ট ম্যাচ!


১৯৬৮-
সোয়ানসীতে নটিংহ্যাম্পশায়ারের স্যার গ্যারি সোবার্স গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান, যার প্রথমটি ছিলো ৬বলের ওভারের ক্রিকেটে প্রথম ছক্কা। ওভারের চার বলে চার ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলে লং-অন বাউন্ডারি লাইনে ফিল্ডার রজার ডেভিসের হাতে ক্যাচ দেন সোবার্স, যদিও ডেভিস ক্যাচ ধরার জন্য লাফ দিলে বল ধরে একেবারে বাউন্ডারি রোপে গড়িয়ে পড়েছিলো যার ফলে সেটিও ছক্কায় পরিণত হয়। শেষ বলে ছক্কা মেরে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন সোবার্স।

১৯৮১-
ওভালে অ্যাশেজের শেষ ম্যাচে ফলাফল নির্ধারকের ভূমিকায় ছিলেন ইয়ান বোথাম, দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও অজিদের কাছেও এটা বেশ রোমাঞ্চকর ছিলো। ডার্ক ওয়েলহাম, চশমাপরিহিত ডায়বেটিস রোগী, তার টেস্ট অভিষেকে দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছিলেন।

১৯৯৮-
মুরালিধরনের শেষ দিন। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারানোর ম্যাচে নিজের ঘরের মাঠ ক্যান্ডিতে ২২০ রানে ১৬টি উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন মুত্তিয়া মুরালিধরন। পুরো ক্যারিয়ারজুড়েই দুর্দান্ত এক বোলার ছিলেন মুরালি। টেস্ট ক্রিকেটের যে কয়টি রেকর্ড ভাঙ্গা অসম্ভব বলে ধরা হয় তার একটি হচ্ছে মুরালির ৮০০ উইকেটশিকার, যেটি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী উইকেট নেয়ার রেকর্ড। শেষ টেস্টে মুরালি সবাইকে বিমোহিত করেছিলো। একমাত্র ইংলিশ কোচ ডেভিড লয়েড ছাড়া, কারণ মুরালির বোলিং নিয়ে তিনি বিরক্তিপ্রকাশ করেও তার ক্যারিয়ারকে ম্লান করতে পারেননি।



২০২১-
সাউথ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইনের আনুষ্ঠানিক বিদায়। মাত্র ২২.৯৫ এভারেজে ৪৩৯ টেস্ট উইকেট নেয়া এই তারকা ক্রিকেটার পরিচিত ছিলেন ‘স্টেইনগান’ হিসেবে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ৬ বছর আইসিসি টেস্ট বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা স্টেইন সর্বমোট ৬৯৯টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৯৪৪- ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৬৯- জাভাগাল শ্রীনাথ (ভারত)
১৯৭৭- ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)
১৯৭৫- ক্রেইগ ক্যামিং (নিউজিল্যান্ড)
১৯৬৫- উইলী ওয়াটসন (নিউজিল্যান্ড)
১৮৬৯- গ্রেগর ম্যাকগ্রেগর (ইংল্যান্ড)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯৭৯- ইজে টাইগার স্মিথ (ইংল্যান্ড)
১৯৭৩- থমাস ওর্থিংটন (ইংল্যান্ড)
১৯৯০- জন লিন্ডসে (সাউথ আফ্রিকা)

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:
পুরুষ ওয়ানডেঃ ৩১/৮/২০০৫- শ্রীলঙ্কা-৮৮ রানে হার।

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৭৪ মজিদ খান •১০৯ পাকিস্তান 🆚 ইংল্যান্ড
১৯৭৪ ডেভিড লয়েড •১১৬* ইংল্যান্ড 🆚 পাকিস্তান
১৯৮১ ডার্ক ওয়েলহাম •১০৩ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৯৬ নিক নাইট ১১৩ •ইংল্যান্ড 🆚 পাকিস্তান
২০০১ হাশান তিলকারত্মে •১৩৬ শ্রীলঙ্কা 🆚 ভারত
২০০১ মাহেলা জয়াবর্ধনে •১৩৯ শ্রীলঙ্কা 🆚 ভারত
২০০১ থিলান সামারিবারা •১০৩* শ্রীলঙ্কা 🆚 ভারত
২০০৪ জ্যাক ক্যালিস •১০১ সাউথ আফ্রিকা 🆚 শ্রীলঙ্কা
২০০৬ শার্লট এডওয়ার্ডস •১০৫ ইংল্যান্ড 🆚 ভারত (নারী)
২০১২ রস টেলর •১১৩ নিউজিল্যান্ড 🆚 ভারত
২০১৭ রোহিত শর্মা •১০৪ ভারত 🆚 শ্রীলঙ্কা
২০১৭ ভিরাট কোহলী •১৩১ ভারত 🆚 শ্রীলঙ্কা
২০১৮ চেতেশ্বর পুজারা •১৩২* ভারত 🆚 ইংল্যান্ড
২০১৯ হনুমা বিহারি •১১১ ভারত 🆚 ওয়েস্ট ইন্ডিজ

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৮৮৮ ববি ফিল •১৭/৭ ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৭৬ ভ্যানবার্ন হোল্ডার •৫০/৫ ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
১৯৮৫ আশান্থা ডে মেল •৬৪/৫ শ্রীলঙ্কা 🆚 ভারত
১৯৮৭ ক্যারেন ব্রাউন •৩২/৫ অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড (নারী)
১৯৯৮ মুত্তিয়া মুরালিধরন •১৫৫/৭ শ্রীলঙ্কা 🆚 ইংল্যান্ড
২০০১ দানিশ কানেরিয়া •৫২/৬ পাকিস্তান 🆚 বাংলাদেশ
২০০৪ উপুল চন্দনা •৬১/৫ শ্রীলঙ্কা 🆚 সাউথ আফ্রিকা
২০০৬ ঝুলন গোস্বামী •৪৫/৫ ভারত 🆚 ইংল্যান্ড (নারী)
২০১৬ জন হ্যাস্টিংস •৪৫/৬ অস্ট্রেলিয়া 🆚 শ্রীলঙ্কা
২০১৮ মঈন আলী •৬৩/৫ ইংল্যান্ড 🆚 ভারত
২০১৯ জাস্প্রীত বুম্রাহ •২৭/৬ ভারত 🆚 ওয়েস্ট ইন্ডিজ
২০১৯ জেসন হোল্ডার •৭৭/৫ ওয়েস্ট ইন্ডিজ 🆚 ভারত

, , , , ,

মতামত জানান :