করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে শ্রীলঙ্কা। আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে করোনা পরবর্তী সময়ের যাত্রা। ঘরের মাঠে শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে চাইবে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে সুযোগ পেয়েছে বেশকিছু তরুণ ক্রিকেটার।
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তুশ গুনাথিকালা, কামিন্দু মেন্ডিস, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকরত্নে, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা এবং আসিথা ফার্নান্দো।
উল্লেখ্য, চলতি মাসের ৮-১০ তারিখের মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।