শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বিসিবির অধীনে অনুশীলন করা ক্রিকেটারদের প্রথম ধাপে করোনা পরীক্ষার ফলাফল এসেছে৷ আর এতেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন সাইফ হাসান ও কোচিং স্টাফ স্টেভর নিক লির।
সংক্রমণের ঝুকি এড়াতে গতকাল নমুনা পরীক্ষা করা হয় ১৭ জন ক্রিকেটার ও ৭ জন কোচিং স্টাফের৷ আর এতেই আজ প্রকাশিত ফলাফলে দেহে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মেলে সাইফ হাসান ও সেভর নিক লি এর শরীরে।
উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কায় যাবার কথা রয়েছে ক্রিকেটারদের। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে টাইগাররা। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা শ্রীলঙ্কা যাওয়ার আগে আরও তিনবার ক’রোনা পরীক্ষা দেবেন।