২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা সতর্কতার জন্য হোম অফ ক্রিকেটকে দুই জোনে ভাগ

প্রতিবেদক
Marajul Islam
বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২০ ৮:৫০

গতকাল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান এবং আরও একজন কোচিং স্টাফের করোনা পজিটিভ এসেছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ। তাই করোনার ব্যাপারে বিসিবি সর্তক থাকছে। কারণ অনাকাঙ্খিত কিছু হয়ে গেলেই ভেস্তে যেতে পারে সেই সিরিজ।

তাই মিরপুরের হোম অফ ক্রিকেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন এবং গ্রীন জোন নামে এই দুই জোনে প্রবেশ করতে হলে সঙ্গে নিতে হবে পরিচয়পত্র। থাকতে হবে করোনা নেগেটিভের সার্টিফিকেট। এক জোনের তালিকাভুক্ত আরেক জোনে ডুকতে পারবে না। রেড জোনে থাকছে বিসিবির অফিস এবং অন্যান্য সকল অফিসিয়াল জিনিসপত্র। যেখানে শুধু অফিসিয়ালরাই ঢুকতে পারবে। অন্যদিকে, গ্রীন জোনের আওতাধীন আছে মাঠ, ড্রেসিং রুম এবং জিমনেসিয়াম। শুধুমাত্র, খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরাই এখানে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্ট। যার জন্য এ মাসেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ।

, ,

মতামত জানান :