৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক স্কোয়াডে মাহমুদউল্লাহ-সাইফুদ্দিন

প্রতিবেদক
Mugdha Saha
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২০ ৮:৫৮

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছে নির্বাচকেরা। ইতিমধ্যে বোর্ডে জমা দেয়া স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ, সাইফুদ্দিন ও মুস্তাফিজ। স্কোয়াডে আছেন ৯ জন পেসার।

স্কোয়াডে থাকা ২৭ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু হলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরের জন্য উড়াল দেবেন ২০-২১ জন ক্রিকেটার। ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগার বাহিনীর। সম্ভাব্য সূচি অনুসারে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ২৪ অক্টোবর থেকে।

এ বছরের শুরুতেই প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানকে আপাতত লাল বলের বিবেচনায় রাখছেন না তারা। তবে নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কাজ করার পর থেকেই মুস্তাফিজকে আবারও লাল বলে ফেরানোর ভাবনার কথা কদিন আগেই জানায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজের সাক্ষাৎকারে বলেন, ‘মাহমুদউল্লাহ ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন যা আমরা শ্রীলঙ্কা সফর নিয়ে সরকারি নির্দেশনা পাওয়ার আগেই প্রস্তুত করেছিলাম। এটা কেবলই প্রাথমিক স্কোয়াড আমরা এসব খেলোয়াড়ের ভিসা নিয়ে কাজ করছি। কিন্তু যখন আমরা আবাসিক ক্যাম্প শুরু করবো তখন সংখ্যাটা কমে ২০ জনে আসবে।’

‘সবাইকে আমরা প্রাথমিক স্কোয়াডে রাখছি কারণ আমাদের স্ট্যান্ড বাই রাখতে হবে। বর্তমান করোনা পরিস্থিতি অনুসারে স্ট্যান্ড বাই গুরুত্বপূর্ণ, আমরা সাত জনকে রাখার কথা ভাবছি। আমরা ৯ জন পেসারকে রেখেছি এর মানে এই নয় যে সবাইকে বেছে নিব চূড়ান্ত স্কোয়াডে। ২০ জনের স্কোয়াডে ৬ জন পেসার নিয়ে আমরা সফরে যাবো। সিরিজ শুরুর আগে ১৭ জনকে নির্বাচিত করে বাকিদের ঢাকা পাঠিয়ে দেওয়া হবে।’

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২৭ জনের প্রাথমিক স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি ও হাসান মাহমুদ।

উল্লেখ্য,২য় টেস্ট থেকে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা আছে। তবে যে যেহেতু এই মুহুর্তে সাকিব নিষিদ্ধ তাই আপাতাত তাকে দলে রাখার সুযোগ নেই।

মতামত জানান :