বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আজ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি পরলোক গমন করেন।
সপ্তাহ খানেক ধরেই অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন বিসিবির নিরাপত্তা প্রধান হোসেন ইমাম। জানা গেছে, তার বেশ শ্বাসকষ্ট হচ্ছিলো। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ‘প্রয়াত হোসেন ইমাম আসলে কি করোনা আক্রান্ত ছিলেন কি না, তা এখনই বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানাবেন, তার করোনা ছিল কি না।’
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। ২০১৩ সাল থেকে বিসিবিতে কর্মরত ছিলেন হোসেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। বিসিবির শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।