তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার কথা ছিলো টিম টাইগারদের। সেই লক্ষ্যে ক্রিকেটাররা তৈরি হচ্ছেন মাঠের লড়াইয়ের জন্য এবং সেই সাথে বিসিবি ঘোষণা করেছেন প্রাথমিক স্কোয়াড। কিন্তু হঠাৎ করেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে দিয়েছেন বিসিবির সামনে। এতে করে অনিশ্চিত টাইগারদের শ্রীলঙ্কা সফর।
ঠিক কোন শর্তের কারণে বন্ধ হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলো! সেইসব শর্তগুলো দেখে নেওয়া যাক একনজরে:
- জাতীয় দল ও এইচপিসহ সফরে মোট ৬৫ ক্রিকেটার ও স্টাফের যাওয়ার কথা থাকলেও এখন বলছে সর্বোচ্চ ৩০ জনকে শ্রীলঙ্কায় পাঠাতে পারবে বিসিবি।
- শ্রীলঙ্কায় পৌঁছে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
- ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে কেউ হোটেল রুম থেকেও বের হতে পারবেনা। এমনকি খাবারের জন্যও নয়!
- কোয়ারেন্টাইনে থাকাবস্থায় কেউ অনুশীলন করতে পারবে না।
শ্রীলঙ্কান বোর্ডের দেওয়া এমন অদ্ভুত শর্ত মানতে নারাজ বিসিবি। তাই শঙ্কা জেগেছে শ্রীলঙ্কা সফরে টাইগারদের যাওয়া নিয়ে। যদি বিসিবির দেওয়া শর্ত মানতে পারে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, তবেই টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দিবে মুমিনুল বাহিনী।